ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

আক্রান্ত মার্কিনীদেরও নিজ দেশে ফিরতে মানা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৭:৪৪

আক্রান্ত মার্কিনীদেরও নিজ দেশে ফিরতে মানা

করোনায় আক্রান্ত কোন বিদেশী নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাধা দেয়া হতো। তবে এবার নিজ দেশের নাগরিদের মধ্যেও কেই করোনায় আক্রান্ত হলে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে নতুন আইন করছে ট্রাম্প প্রশাসন।

নিউ ইয়র্ক টাইমস জানায়, খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কোনো কর্মকর্তা যদি যুক্তিসংগত কারণে মনে করেন যে, কোনো ব্যক্তি করোনা ভাইরাস সংক্রমিত বা ভাইরাসের সংস্পর্শে এসেছে, তাহলে কর্তৃপক্ষ তার আমেরিকায় ঢোকা বন্ধ করে দিতে পারবে। সরকার এখনো সংবাদপত্রের এই রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

মহামারির সময় কোভিড-১৯ ছড়ানোর ঝুঁকি ঠেকানোর কারণ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটিতে বিদেশিদের ঢোকা বন্ধ করে দিয়েছিলেন; কিন্তু আমেরিকার নাগরিক ও দেশটির স্থায়ী বাসিন্দারা এই আইনের আওতাধীন ছিলো না।

বাংলাদেশ জার্নাল/ ইএন/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত