ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

টিকটক কিনলে আফিস ছাড়বে মাইক্রোসফট কর্মীরা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৭:৫৮

টিকটক কিনলে আফিস ছাড়বে মাইক্রোসফট কর্মীরা!

চীনের তৈরী জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। বিট্রিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এর পরেই চীনা এ কোম্পানীটি যুক্তরাষ্ট্র থেকে তাদের ব্যবসা ঘুটিয়ে নিতে শেয়ার বিক্রির উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটি কিনতে আগ্রহ দেখায় মাইক্রোসফট। তবে এতে বাধা হয়ে দাড়িয়েছে খোদ মাইক্রোসফট প্রতিষ্ঠানের কর্মীরা।

টিকটক কেনার আগ্রহের কারণে বেজায় চটেছে মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীরা। তারা টিকটক কেনার আগ্রহকে অনৈতিক বলে উল্লেখ করেছেন।

কর্মীদের মতামত উপেক্ষা করে টিকটক কিনতে চাইলে এমনকি তারা আন্দোলনেও যেতে পারে, এমন ইঙ্গিত দিয়েছে। ইতিমধ্যে কোম্পানিটির কর্মীদের মধ্যে একটি ভোটাভুটি অনুষ্ঠিতি হয়েছে। সেখানে ৬৩ শতাংশ কর্মী বলেছে তারা টিকটককে এই কোম্পানির অধীনে দেখতে চাননা।

ফলে যুক্তরাষ্ট্রে টিকটক নিয়ে সমস্যার সমাধান সহসাই হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ ইএন/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত