ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়াল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ১৫:৫৫

করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়াল ভারত

বৈশ্বিক মহামারি করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে ভারত। বিশ্বজুড়ে মৃতের তালিকায় দেশটি এখন চতুর্থ স্থানে উঠে এসেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতে নতুন ৯৪২ জনের মৃত্যুর হয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে দেশটিতে রেকর্ড ৬৬ হাজার ৬৯৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে শনাক্ত রোগীও ২৪ লাখের কাছাকাছি (২৩ লাখ ৯৬ হাজার ৬৩৭ জন) পৌঁছে গেছে। মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ ভারত শনাক্ত রোগীর সংখ্যায়ও বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয়।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭৯১ জনের। শনাক্ত ৩ লাখ ১৫ হাজার ৫৮১ জন।

করোনায় মৃত্যু এবং শনাক্তে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ৫২ লাখ রোগী শনাক্ত ও ১লাখ ৬৬ হাজারের বেশি মৃত্যু হয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সরকারি হিসাবেই আক্রান্ত ৩১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে মৃত্যুও হয়েছে এক লাখ ৪ হাজার ২০১ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ভারতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। এ সংখ্যা মোট শনাক্ত রোগীর ৭০ শতাংশের বেশি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত