ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

খাবার থেকে করোনা ছড়ায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১৭:০০  
আপডেট :
 ১৪ আগস্ট ২০২০, ১৭:০৯

খাবার থেকে করোনা ছড়ায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

খাবার থেকে এখনো পযর্ন্ত করোনাভাইরাস ছড়ানোর কোন প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই এ নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দেয়েছে স্বাস্থ্য নিয়ে কাজ করা এ সংস্থাটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিবৃতি দিয়ে এ তথ্য জানায় সংস্থাটি।

সম্প্রতি ব্রাজিল থেকে আমদানি করা মাংসের নমুনা পরীক্ষার সময় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে জানায় চীন। এর একদিন পর ইকুয়েডর থেকে আমদানিকৃত চিংড়ির প্যাকেটে এ ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে বলে জানা যায়। যদিও ওই খাদ্যগুলো সংস্পর্শে যারা এসেছিলেন তাদের এবং তাদের আত্মীয়স্বজনদেরও পরীক্ষা করার পর ফলাফল নেগেটিভ আসে।

সংস্থাটির করোনা বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কেরখোভ জানান, হাজার হাজার খাবারের প্যাকেট পরীক্ষা করা হয়েছে, ১০ বারেরও কম সময়ে এর অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি আরো বলেন, ‘মাঝেমধ্যে হয়তো প্যাকেটের উপরিতলে ভাইরাসটি রয়ে যেতে পারে। তবে খাবারের মধ্যে যদি থেকেও থাকে, তা খেয়ে কেউ এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এমন উদাহরণ পাওয়া যায়নি।’

  • সর্বশেষ
  • পঠিত