ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

চিলি উপকূলে শক্তিশালী ভূমিকম্প

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১

চিলি উপকূলে শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আরব নিউজ, রয়টার্সের ও এবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৯ মিনিটে দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানে এ ভূমিকম্প। এদিকে জার্মান রিসার্চ সেন্টারের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রও ভূমিকম্পের তথ্য জানিয়েছে।

চিলির নৌবাহিনী জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও আশঙ্কাও নেই।

ভূমিকম্পটির উৎস ছিল আতাকামা অঞ্চলের ভ্যালেনার শহর থেকে ৭৮ কিলোমিটার উত্তরপূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

প্রথমটি আঘাত হানার কয়েক মিনিট পরেই সেখানে ৬ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূকম্পন আঘাত হানে। সুদূর সান্তিয়াগো শহরেও অনুভূত হয়েছে এ ভূমিকম্পের প্রভাব।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত