ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:২০

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের লাহোরে এক খ্রিষ্টান যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আসিফ পারভেজ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কর্মস্থলের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধর্মীয় অবমাননাকর বার্তা পাঠিয়েছে। আসিফ পারভেজের আইনজীবী সাইফ-উল-মুলুক জানায়, ২০১৩ সাল থেকেই বন্দি রয়েছেন ৩৭ বছর বয়সী আসিফ। মঙ্গলবার আদালত তার সাক্ষ্য বাতিল করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আদালতের পূর্ব-শুনানিতে আত্মপক্ষসমর্থনকালে আসামি দাবি করেন, তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ সাইদ খোখার। এ প্রস্তাবে রাজি না হওয়ার পরেই তার বিরুদ্ধে ধর্ম অবমাননাকর বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়।

তবে পারভেজের ওই দাবি অস্বীকার করেছেন একটি হোসিয়ারি কারখানার কর্মকর্তা সাইদ। বাদীপক্ষের আইনজীবী গোলাম মুস্তফা চৌধুরী বলেছেন, কারখানাটিতে আরও কর্মী ছিলেন। তাদের কেউই সাইদের বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ করেনি।

তিনি বলেন, পারভেজের কাছে আত্মরক্ষার আর কোনও সুস্পষ্ট পথ না থাকায় তিনি ধর্মান্তরের অভিযোগ তুলেছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত