ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘খাসোগি হত্যাকাণ্ড মামলার রায় হাস্যকর’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৩

‘খাসোগি হত্যাকাণ্ড মামলার রায় হাস্যকর’

জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি আদালতের চূড়ান্ত রায়কে ‘হাস্যকর’ বলে জানিয়েছে তার বাগদত্তা খাদিজা চেঙ্গিস। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এ রায় প্রত্যাখ্যান করে ন্যায়বিচার নিশ্চিতে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি। টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সৌদি আরবে আজকের চূড়ান্ত রায় ন্যায়বিচারের নামে একটা তামাশা ছাড়া কিছুই নয়। জামালের খুনের জন্য কে দায়ী, সে সত্য বিশ্বকে না জানিয়ে মামলা বন্ধ করে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদির উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তিনি বলেন, কে এই হত্যার পরিকল্পনা করেছিল, কে আদেশ দিয়েছিল, তার মৃতদেহ কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর জবাব একেবারেই অজানা থেকে গেলো।

এদিকে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের যে রায় ঘোষণা করেছে তাকে বিচারের নামে প্রহসন বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।

সোমবার আদালতের রায় ঘোষিত হওয়ার পর ক্যালামার্ড বলেন, যে প্রক্রিয়ায় এ বিচার অনুষ্ঠিত হয়েছে তা ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থী।

২০১৮ সালের অক্টোবরে খাসোগি নিহত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন ক্যালামার্ড। তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কী কারণে খাসোগির পরিবার তার হত্যাকারীদের ক্ষমা করে দিল তা স্পষ্ট নয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত