ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ভারতীয় বিমানবহরে শক্তিশালী রাফায়েল যুদ্ধবিমান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৭

ভারতীয় বিমানবহরে শক্তিশালী রাফায়েল যুদ্ধবিমান

ভারতেরে লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই দেশটির বিমান বহরে যুক্ত হয়েছে পাচঁটি ফরাসি রাফাল যুদ্ধবিমান। গত ২৯ জুলাই ভারতে আসে ফ্রান্স থেকে উড়ে আসা ফাইটার জেটগুলো।। অত্যাধুনিক অস্ত্রসম্ভারে পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বিমানবাহিনীর কাজে যোগ দেয় শক্তিশালী এসব যুদ্ধবিমান। বিমানবাহিনীর মুখপাত্র বলেন,‘ফরাসি যুদ্ধবিমানগুলি হরিয়ানার অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হবে।’ খবর হিন্দুস্থান টাইমসের।

২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী ফান্স থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত। বাকি ৩১টি এ দেশে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে। ভারতীয় বিমানবাহিনীর দু’টি রাফাল স্কোয়াড্রনের মধ্যে প্রথমটি মেতায়েন করা হয়েছে হরিয়ানার অম্বালা। দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে। আগামী নভেম্বরে দ্বিতীয় দফায় আরও পাঁচটি রাফাল পৌঁছবে ভারতে।

নকি

  • সর্বশেষ
  • পঠিত