ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নিজের অস্ত্রে সমস্যা নেই, আমেরিকার মাথাব্যথা ইরানকে নিয়ে!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৩

নিজের অস্ত্রে সমস্যা নেই, আমেরিকার মাথাব্যথা ইরানকে নিয়ে!
প্রতীকী ছবি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার যেখানে পরমাণু ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পেছনে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে সেখানে ইরানের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে বিরোধিতা করছে। এটি মার্কিন সরকারের কপটতা ও দ্বিমুখী আচরণ ছাড়া আর কিছু নয়।

বুধবার এক টুইটার পোস্টে মোহাম্মদ জাওয়াদ জারিফ একথা বলেন।

তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করুক আমেরিকাতে চায় না। ইরান আত্মরক্ষার জন্য সামরিক সরঞ্জামাদি কিনুক কিংবা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র তৈরি করুক তাও চায় না আমেরিকা। অন্যদিকে, সে নিজে নতুন পরমাণু ওয়ারহেডবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর জন্য হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে, গোপন পরমাণু অস্ত্র বানাচ্ছে এবং আঞ্চলিক ক্রেতাদের কাছে ৩৮ হাজার কোটি ডলারের অস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে।

আমেরিকার এই ভূমিকাকে দ্বিচারিতা ও কপটতা মন্তব্য করে তার কঠোর সমালোচনা করেন জাওয়াদ জারিফ। সূত্র: পার্সটুডে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত