ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অবশেষে আলোচনার টেবিলে আফগান-তালেবান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩

অবশেষে  আলোচনার টেবিলে আফগান-তালেবান

দুই দশকেরও বেশি সময়ে তালেবান-আফগান যুদ্ধে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর কাতারের দোহায় দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৈঠকে যোগ দিতে কাবুল থেকে শুক্রবার রওনা দেন আবদুল্লাহ আবদুল্লাহ নেতৃত্বাধীন আফগান সরকারের প্রতিনিধি দল। আগেরদিনই বৈঠকে বসার কথা নিশ্চিত করে তালেবান। খবর আলজাজিরার।

যুদ্ধের মাঠে প্রতিদ্বন্ধি পক্ষদ্বয়ের মাঝে এটাই প্রথম মুখোমুখি আলোচনা। সরকারের সঙ্গে আলোচনার আগে বন্দি বিনিময়ের শর্ত দেয় তালেবান। বন্দি বিনিময় নিয়ে নানা টানাপোড়েনে ওই আলোচনা শুরু বারবার ব্যহত হয়।

শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর পাঁচ তালেবান নেতা দোহায় পৌঁছানোর পর শুরু হয়েছে প্রথম দফার আলোচনা। এতোদিন আমেরিকার পুতুল আখ্যা দিয়ে আসা আফগান সরকারের সঙ্গে তালেবানদের আলোচনা এটাই প্রথম। দুই পক্ষই রাজনৈতিক সমঝোতা এবং কয়েক দশকের সংঘাতের অবসান চায়।

নকি

  • সর্বশেষ
  • পঠিত