ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করুন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫

হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করুন

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও। তিনি রোববার এক বক্তব্যে ইইউকে উদ্দেশ করে বলেন, হিজবুল্লাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে এবং এটির রাজনৈতিক অংশ ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। খবর ইয়া লেবাননের।

পম্পেওর দাবি, হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে যাচ্ছে এবং ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে। রবিবার পাম্পেও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করায় সার্বিয়াকে ধন্যবাদ জানান। এ মাসে হোয়াউট হাউসে প্রেসিডেন্ট ডোনালাড ট্রাম্প সার্বিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, এর আগে জুন মাসে হিজবুল্লাহকে কালো তালিকাভূক্ত করে কসোভো। জার্মানি, লিথুনিয়া এবং যুক্তরাজ্যও একই কাজ করেছিল।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত