ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

নভেম্বরে টিকা আনবে চীন, বিল গেটস বলছেন আগামী বছর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫  
আপডেট :
 ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫১

নভেম্বরে টিকা আনবে চীন, বিল গেটস বলছেন আগামী বছর

চীনের তৈরি করোনার টিকা সাধারণ মানুষের ব্যবহারের জন্য নভেম্বরের মধ্যেই প্রস্তুত হয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক কর্মকর্তা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

সোমবার দেশটির রাষ্ট্রীয় এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে সিডিসির প্রধান বায়োনিরাপত্তা বিশেষজ্ঞ গুইজেন ইয়ু বলেন, টিকাগুলোর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল খুব ভালোভাবে এগিয়ে চলেছে এবং তা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই সাধারণ জনগণের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে।

ইয়ু বলেন, এপ্রিলে তিনি নিজে করোনার টিকা নিয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত কোনো অস্বাভাবিক উপসর্গের মুখোমুখি হননি তিনি। তিনি কোন টিকা নিয়েছেন, তা উল্লেখ করেননি।

এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রতিবেদন প্রকাশ করেছে চলতি বছরের শেষেই করোনা টিকার গবেষণা এবং উৎপাদনের ক্ষেত্রে সাফল্যের আশা করছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস।

মঙ্গলবার একটি সাক্ষাৎকারে বিল গেটস বলেন, করোনা টিকা সংক্রান্ত গবেষণায় ছ’টি সংস্থা অগ্রণী ভূমিকায় রয়েছে। আগামী বছরের গোড়াতেই এক সঙ্গে তিনটির উৎপাদন ও বণ্টনের কাজ শুরু হয়ে যাবে।

এসময় আগামী বছর করোনা টিকা ব্যবহার পুরোদমে শুরু হবে এবং কোভিড-১৯ সংক্রমণ এড়াতে তার সুফল মিলতে শুরু করবে বলেও জানান গেটস।

আরও পড়ুন

ফের অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষা শুরু​

করোনার টিকার উৎপাদন, বন্টন-দামের সর্বশেষ​

অক্সফোর্ডের টিকার পরীক্ষা স্থগিত, অবাক বিশ্ব​

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত