ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

হারানো ফোনে বানরের সেলফি!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৩  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩

হারানো ফোনে বানরের সেলফি!

বাড়ির পাশে জঙ্গল থেকে হারিয়ে যাওয়া ফোন পাওয়ার পর তাতে বানরের সেলফি পাওয়ার কথা জানিয়েছে একজন মালেশিয়ান তরুণ। এমনকি মোবাইলটি খেয়ে ফেলতে চাচ্ছিলো বানরের দল। সেলফির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে যায়। খবর বিবিসির।

জাকরিজ রোডজি নামের ২০ বছরের শিক্ষার্থী জানায়, সে ঘুমিয়ে থাকার সময় তার ফোনটি চুরি হয়ে যায়। তবে মোবাইলটি কীভাবে হারিয়ে ছিল সে বিষয়ে সে কিছুই জানে না। তাছাড়া কে ফোনের ক্যামেরা অন করেছিল সে বিষয়েও কোন তথ্য পাওয়া যায়নি। সকালে ১১টায় ঘুম থেকে ওঠে সে বুঝতে পারে তার মোবাইলটি হারিয়ে গেছে। তবে ঘরের মধ্যে ডাকাতির কোন লক্ষণ ছিল না।

তবে পরে তার বাবা বাইরে একটি বানর দেখতে পায়। কয়েক গজ দূরেই তার ফোন বাজতে থাকে। পরেবর্তীতে সে ফোনের মধ্যে বানরের অনেক ছবি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মানুষের মতো বানরও হয়তো নিজে নিজে সেলফি তুলেছে ফোনের ক্যামেরা দিয়ে। এটাই প্রথমে বানরের সেলফি তুলার ঘটনা না। এর আগে ২০১৭ সালেও ইংল্যান্ডে এমন একটি ঘটান ঘটেছিল।

আরো পড়ুন

বানর যখন 'পার্সন অব দ্য ইয়ার'!

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত