ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিশ্বব্যাংক

করোনার অর্থনৈতিক ধাক্কা কাটাতে লাগবে ৫ বছর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০

করোনার অর্থনৈতিক ধাক্কা কাটাতে লাগবে ৫ বছর

করোনার কারণে বিশ্বব্যাপি অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠতে ৫ বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারমের রিনহার্ট। বৃহস্পতিবার মাদ্রিদে আয়োজিন এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

কারমেন বলেন, লকডাউন তুলে দেয়ায় করোনার ধাক্কা কাটিয়ে ওঠতে শুরু করেছে বিশ্ব তবে সংকট পুরোপুরি কাটিয়ে ওঠতে ৫ বছর সময় লেগে যেতে পারে। কিছু দেশে এ অর্থনৈতিক খারাপ অবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে। ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ার পাশাপাশি দরিদ্র-দেশগুলোর উপর সবচেয়ে বেশি প্রভাব পরবে করোনার কারণে।

উল্লেখ্য, গত ২০ বছরের ইতিহাসে বিশ্বে আবারো দারিদ্রতার হার বাড়বে বলেও সতর্ক করেছেন এ অর্থনীতিবিদ।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত