ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পার্কে ময়লা ফেললে তা চলে যাবে দর্শনার্থীর বাসায়!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৫

পার্কে ময়লা ফেললে তা চলে যাবে দর্শনার্থীর বাসায়!
ছবি: সংগৃহীত

অনেকেই প্রকৃতির সান্নিধ্যে গিয়ে ঘুরতে গিয়ে ময়লা-আবর্জনা ফেলে সেখানকার পরিবেশ নষ্ট করে থাকেন। থাইল্যান্ডের ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়ে এমনটা করলে বাসায় ফিরে হয়তো ফেলে আসা ময়লা-আবর্জনা ডাকযোগে ফেরত পেতে পারেন।

থাইল্যান্ডের পরিবেশ বিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, ব্যাংককের নিকটবর্তী জনপ্রিয় খাও ইয়াই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ শিগগির এভাবে উদ্যানের পরিবেশ বিনষ্টকারীদের বাসায় তাদের ফেলে আসা আবর্জনা পাঠাতে শুরু করবে। অপরাধী হিসেবে তাদের নামও উঠে যাবে পুলিশের খাতায়।

ওই পার্কে আগত দর্শনার্থীদের ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে। যাতে করে তাদের ফেলে যাওয়া আবর্জনা ফেরত পাঠানো সহজ হয়।

এরকম সংগ্রহ করা আবর্জনা পার্সেল করার জন্য প্রস্তুত করে কিছু ছবি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন দেশটির পরিবেশ মন্ত্রী ভারায়ুত শিল্পা-আরচা।

পোস্টে তিনি বলেন, আপনার আবর্জনা আমরা আপনার কাছে ফেরত পাঠাব।

পোস্টটি দর্শনার্থীদেরকে মনে করিয়ে দিয়েছে যে, জাতীয় উদ্যানে আবর্জনা ফেলা একটি অপরাধ এবং এতে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান আছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনার মধ্যেও নতুন শত কোটির মালিক ১৫ জন

> ফের ভয়াবহ হচ্ছে করোনা, ডব্লিউএইচও’র হুঁশিয়ারি

> করোনায় ভারতে বাল্যবিয়ে বেড়েছে

> ৯০ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল

  • সর্বশেষ
  • পঠিত