ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মুম্বাইয়ে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬

মুম্বাইয়ে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিন তলা একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ালো। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী ধসে পড়া ভবনে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানাগেছে। ‌স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে।

দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। থানেপুর কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, ভিয়ান্ডিতে ভবনধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত