ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আমেরিকায় করোনার মৃত্যু ২ লাখ ছাড়ালো

  আ্ন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৩

আমেরিকায় করোনার মৃত্যু ২ লাখ ছাড়ালো

করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখ ছাড়ালো। সংক্রমনের দিক দিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে আমেরিকায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি। দেশটিতে এখন প্রায় প্রতিদিন ৮০০ মানুষের মৃত্যু হচ্ছে। খবর রয়টার্সের।

এর আগে ১৫ এপ্রিল আমেরিকায় একদিনে সর্বোচ্চ ২ হাজার ৮০৬ জনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘন্টায় এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ভাইরাসটির আগমনের প্রথম দিকে অনেকে ধারণা করেছিল করোনায় আমেরিকায় সর্বোচ্চ ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে। তবে সোমবার সে সংখ্যা অতিক্রম করে ফেলেছে দেশটি। দেশটির রোগ নিয়ন্ত্রণ সেন্টার বলছে অক্টোবরের মধ্যে মৃত্যু ২ লাখ ১৮ হাজার ছাড়াবে।

তাছাড়া ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এ বছরের শেষ অবধি মৃত্যু ৩ লাখ ৭৮ হাজার ছাড়াছে পারে। যেখানে প্রতিদিনের গড় মৃত্যু দাঁড়াবে ৩ হাজার।

প্রথম দিকে করোনাকে খুব বেশি পাত্তা দেয়নি বলে সমালোচনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে তিনি আতঙ্ক ছড়াতে চাননি বলে নিজের পক্ষে সাফাই তুলে ধরছেন। এখন নভেম্বরের নির্বাচনকে ঘিরে অপেক্ষায় রয়েছে দেশটির জনগণ।

আরো পড়ুন: লাতিন আমেরিকায় আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে​

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত