ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভ্যাটিকানে দুর্নীতির অভিযোগে পদত্যাগ

ভ্যাটিকানে দুর্নীতির অভিযোগে পদত্যাগ

যুক্তরাজ্যে ফ্ল্যাট কেনার সময় আর্থিক দুর্নীতি করা হয়েছে। এই অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হলেন ভ্যাটিকান সিটির দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র সেক্রেটারিয়েট সদস্য অ্যাঞ্জেলো বেচিউ। খবর ডয়েচে ভেলের।

অভিযোগ করা হয় সেখানকার এক উচ্চ পদস্থ কার্ডিনাল যুক্তরাজ্যে ভ্যাটিকানের জন্য বাড়ি কেনার সময় কয়েক মিলিয়ন ইউরো দুর্নীতি করেছেন। এমন অভিযোগের মুখে বৃহস্পতিবার পোপের কাছে নিজের পদত্যাগপত্র দিয়েছেন ওই ব্যক্তি। পোপ তা গ্রহণ করে নিয়েছেন।

২০১২ সালে যুক্তরাজ্যের চেলসিতে এক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন ভ্যাটিকান সিটির কার্ডিনাল অ্যাঞ্জেলো বেচিউ। ভ্যাটিকান সিটির পোপ নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই ব্যক্তি। খ্রিস্টান এই ধর্মস্থানে একেবারে প্রথম সারির কর্তাদের মধ্যে একজন ছিলেন অ্যাঞ্জেলো। পদমর্যাদার জোরেই ভ্যাটিকান সিটির জন্যই চেলসিতে এক বিলাসবহুল ফ্ল্যাট কিনতে গিয়েছিলেন তিনি। সেখানে অত্যন্ত ধনী এক জায়গায় ফ্ল্যাট কেনার জন্য টাকার লেনদেনও করেন। অভিযোগ, অর্থের হিসেবে বিপুল গরমিল রয়েছে। মনে করা হচ্ছে, ফ্ল্যাট কেনার সময় কয়েক মিলিয়ন ইউরোর দুর্নীতি করেছিলেন ওই ব্যক্তি।

উল্লেখ্য, ২০১৩ সালে কার্ডিনাল ক্যাইথ ওব্রেন যৌন হয়রানীর সাথে যুক্ত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/ নকি

  • সর্বশেষ
  • পঠিত