ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

প্রথমবারের মতো সৌদিতে বিরোধী দল গঠন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪

প্রথমবারের মতো সৌদিতে বিরোধী দল গঠন

সৌদি আরবের রাষ্ট্রিয় রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো রাজতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন করেছেন দেশটির নির্বাসিত কয়েকজন ভিন্নমতাবলম্বী। বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকরা 'ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি' নামে ওই দল গঠনের ঘোষণা দেন। সৌদি বাদশাহ সালমানের রাজত্বকালে এটিই দেশটিতে প্রকাশ্য সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের ঘটনা। খবর আলজাজিরার।

সৌদি আরবে পরিপূর্ণ রাজতন্ত্র ব্যবস্থা প্রচলিত। কোনো ধরনের দল গঠন করা বা রাজনৈতিক বিরোধিতার সুযোগ দেশটিতে নেই। তবে সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে (২৩ সেপ্টেম্বর) ভিন্নমতাবলম্বীদের বিরোধী রাজনৈতিক দল গঠনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ,সম্প্রতি সৌদিতে ভিন্নমতাবলম্বীদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন বেড়েছে বহুগুণে।

ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টির নেতৃস্থানীয়দের মধ্যে রয়েছেন লন্ডনভিত্তিক মানবাধিকার কর্মী ইয়াহা আসিরি। দলটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ মাদায়ি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি, যুক্তরাষ্ট্রে নির্বাসিত আব্দুল্লাহ আলাউদ এবং কানাডায় থাকা ওমর আবদুল আজিজ।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত