ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বিশ্বের প্রতি ১০ জনে একজন করোনা আক্রান্ত: হু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২০, ২৩:৩১

বিশ্বের প্রতি ১০ জনে একজন করোনা আক্রান্ত: হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর হেলথ এমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ার্ন বলেছেন, নিরপেক্ষভাবে হিসেব করে দেখা যাচ্ছে বিশ্বের প্রতি দশজনের একজন হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার কোভিড-১৯ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের নির্বাহী কমিটির একটি বিশেষ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

বিশ্বের জনসংখ্যা ৭৬০ কোটি ধরলে মাইকেল রায়ানের হিসেবে প্রায় ৭৬ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান হিসেবে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন।

যা প্রকাশিত হওয়া করোনা সংক্রমিতের সংখ্যার চেয়ে ২০ গুনেরও বেশি। (ডয়চে ভেলে)

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত