ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

এইচ-১বি ভিসা বিধিতে কঠোর যুক্তরাষ্ট্র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২০, ০৩:০০

এইচ-১বি ভিসা বিধিতে কঠোর যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে দক্ষ বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে অস্থায়ীভাবে এই এইচ-১বি ভিসা দেওয়া হয়। এই ভিসা পাওয়ার নিয়মকানুন আরও কঠিন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

ট্রাম্প প্রশাসন জানাচ্ছে, এই ভিসার অপব্যবহার হচ্ছে। কোম্পানিগুলো এই ভিসা সুবিধাকে কাজে লাগিয়ে মার্কিনিদের বাদ দিয়ে কম খরচে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে।

বিবিসি জানায়, প্রতিবছর অন্তত ৮৫ হাজার বিদেশিকে এই ভিসা দেওয়া হয়। আর বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ লাখ মানুষ এই ভিসা নিয়ে বসবাস করছেন।

মার্কিন শ্রম দপ্তরের তথ্যমতে, এইচ-১বি ভিসাধারীদের দুই-তৃতীয়াংশের বেশি ভারতীয় নাগরিক, আর ১০ শতাংশের বেশি চীনা নাগরিক।

ভিসা বিধিতে এইসব পরিবর্তন আমেরিকান কর্মীদের জন্য স্থায়ী এবং ভাল বেতনের কাজের সুযোগ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী। নতুন এই ভিসা বিধি কার্যকর হবে ৬০ দিন পর থেকে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত