ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনা সংক্রমণের পর জনসম্মুখে প্রথম ভাষণে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২০, ১৫:০৬  
আপডেট :
 ১০ অক্টোবর ২০২০, ১৬:২১

করোনা সংক্রমণের পর  জনসম্মুখে প্রথম ভাষণে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার হোয়াইট হাউসে জনসমক্ষে বক্তৃতা দিতে যাচ্ছেন। কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর এটি হবে তার প্রথম প্রকাশ্যে বক্তব্য প্রদান। খবর সিএনএনের।

হোয়াইট হাউসে ট্রাম্পের বক্তব্য প্রদান অনুষ্ঠানে দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ৭৪ বছর বয়সী ট্রাম্প আগামী সোমবার ফ্লোরিডায় সমাবেশ করারও ঘোষণা দিয়েছেন। এক টুইট বার্তায় ট্রাম্প এ কথা জানান। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ট্রাম্পের এসব কর্মকাণ্ডকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন।

এদিকে, আগামী বৃহস্পতিবার ট্রাম্প ও বাইডেনের মধ্যে যে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের সাউথ লনে আজ শনিবার জনগণের উদ্দেশে ট্রাম্প যে বক্তব্য দিতে যাচ্ছেন, তাতে দেশের আইনশৃঙ্খলা নিয়ে তিনি কথা বলবেন বলে ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানান। ট্রাম্প হোয়াইট হাউসের ব্যালকনি থেকে এ বক্তব্য দেবেন।

বাংলাদেশ জার্নাল/ নকি

  • সর্বশেষ
  • পঠিত