ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ইউরোপে দৈনিক সংক্রমণ লাখ ছাড়িয়েছে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২০, ১৫:৩৫

ইউরোপে দৈনিক সংক্রমণ লাখ ছাড়িয়েছে

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে রেকর্ড সংক্রমণ দেখলো ইউরোপ। মহাদেশটিতে একদিনে এক লাখের বেশি কোভিড-১৯ শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো ইউরোপে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে। খবর রয়টার্সের।

শুক্রবার ফ্রান্সে ২০ হাজার, যুক্তরাজ্যে ১৩ হাজার, রাশিয়ায় ১২ হাজার, চেক প্রজাতন্ত্রে ৮ হাজার এবং স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ইউক্রেন ও বেলজিয়ামে ৫ হাজারের বেশি মানুষ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে। চার হাজারের বেশি শনাক্ত হয়েছে জার্মানী ও পোলান্ডে।

এদিকে মৃত্যুহার বাড়তে শুরু করেছে স্পেনে। আদালত লকডাউন বাতিল করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রিদে জরুরী অবস্থা জারি করেছে স্প্যানিশ সরকার। যুক্তরাজ্যেও দ্রুত ছড়াচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউ। করণীয় নির্ধারণে হিমশিম হচ্ছে ব্রিটিশ মন্ত্রীপরিষদ।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত