ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফাউসির বক্তব্য বিকৃত করে ট্রাম্পের প্রচারণা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ১৫:৪৪

ফাউসির বক্তব্য বিকৃত করে ট্রাম্পের প্রচারণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির বক্তব্যকে বিকৃত করার অভিযোগ উঠেছে। ফাউচির অভিযোগ, অনুমতি ছাড়াই তার পুরনো একটি বক্তব্যর অংশবিশেষ কাটছাঁট করে ক্যাম্পেইনের বিজ্ঞাপনে ব্যবহার করেছেন ট্রাম্প। খবর আলজাজিরার।

গেল সপ্তাহে প্রকাশিত ওই বিজ্ঞাপনে ফাউচির ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। চলতি বছরের মার্চে ধারণকৃত ওই ভিডিওতে অ্যান্থনি ফাউচিকে করোনা মোকাবেলায় ট্রাম্পের প্রশংসা করতে দেখা গেছে। বিষয়টিকে চরম বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করে রবিবার এক বিবৃতিতে অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘নির্বাচনী বিজ্ঞাপনে ট্রাম্প কোনো যোগসূত্র ছাড়াই তার বক্তব্য অপ্রাসঙ্গিক ও খণ্ডিতভাবে ব্যবহার করেছেন।’

তবে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘এসব সত্যিকার অর্থেই ফাউচির কথা। দেশকে করোনাভাইরাস মুক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করেছি। তারই প্রশংসা করেছেন ফাউচি।’ বক্তব্যর ব্যাপারে জানতে চাইলে ফাউচি বলেন, ‘আমি হোয়াইট হাউসের অনন্য ভূমিকার কথা বলেননি। বলেছিলাম জনস্বাস্থ্যকর্মীদের অনন্য ভূমিকার কথা।’

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত