ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

বিড়াল পুষতে গিয়ে বিপত্তি, বড় হতেই সামনে এলো আসল পরিচয়!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ২০:৩০  
আপডেট :
 ১২ অক্টোবর ২০২০, ২০:৩২

বিড়াল পুষতে গিয়ে বিপত্তি, বড় হতেই সামনে এলো আসল পরিচয়!
ছবি: সংগৃহীত

বিড়াল পোষার শখ ছিলো দম্পতির। তাই খোঁজখবর নিয়ে একটি বাচ্চা কিনে আনেন তারা। বিদেশী এই বিড়ালের বাচ্চাটি কিনতে মোটা অঙ্কের টাকাও খরচ হয় তাদের। বাচ্চাটি দেখতে যেমন সুন্দর ছিলো, তেমন ছিলো স্বাস্থ্যবানও। কিন্তু কিছুদিন বাদেই বিড়ালটি বড় হওয়ার পর জানা যায় এটি আসলে একটি বাঘের বাচ্চা।

জানা যায়, ভারতের নরমান্ডির বন্দর শহর লে হাভেরের এই দম্পতি একটি অনলাইন বিজ্ঞাপনে দেখে সাভানাহ বিড়ালটি কিনতে চেয়েছিলেন। এটি আফ্রিকান সার্ভাল এবং একটি গৃহপালিত বিড়ালের মধ্যে ক্রস, যা পোষা প্রাণী হিসাবে বাড়িতে রাখতে কোনো সমস্যা নেই।

৬০০০ ইউরো দিয়ে সেই বিড়াল কেনে দম্পতি। তবে, এক সপ্তাহ ধরে যত্ন নেওয়ার পর সেই বিড়ালছানা তাদের কাছে সন্দেহজনক হয়ে ওঠে। ডেকে আনে স্থানীয় পুলিশকে। বন দপ্তরের কর্মকর্তারা জানায়, এটি বিড়াল নয়, বাঘের বাচ্চা। সূত্র: জিনিউজ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> ট্রাম্পের পোস্টে ‘বিভ্রান্তিকর’ ট্যাগ টুইটারের

> ফাউসির বক্তব্য বিকৃত করে ট্রাম্পের প্রচারণা

> ট্রাম্পের জয় চায় তালেবানরা

> নিজেকে সুস্থ দাবি ট্রাম্পের

> ৫ দিনে কোটি লোকের করোনা পরীক্ষা করছে চীন

> করোনায় আক্রান্ত ট্রাম্প বললেন ‘দারুণ লাগছে’

  • সর্বশেষ
  • পঠিত