ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ

  আস্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২০, ১৬:৩৯  
আপডেট :
 ১৩ অক্টোবর ২০২০, ১৬:৫০

আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ

গত ২০ বছরে পৃথিবীতে আবহাওয়া জনিত ঘটনাপ্রবাহ নাটকীয়ভাবে বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মানুষ ও সম্পদের মারাত্মক ক্ষয়ক্ষতির কারণ হওয়া এসব ঘটনা আগামীতে আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। খবর রয়টার্সের।

সোমবার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে সবচেয়ে ভয়াবহ হুমকি হিসেবে দেখা দেবে তাপ প্রবাহ এবং খরা। বিশেষজ্ঞরা বলেছেন, আবহাওয়াকে উত্তপ্ত করে তোলা গ্যাসের ব্যবহার বাড়ার কারণেই তাপমাত্রা বাড়তে থাকবে।

২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে কমপক্ষে ৭ হাজার ৩৪৮টি প্রাকৃতিক দুর্যোগ দেখা গিয়েছে। হতাহত হয়েছেন ১২ লাখ ৩০ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশ্বের ৪.২ কোটি মানুষ। বৈশ্বিক অর্থনীতির ২.৯৭ ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২০ বছরে হওয়া হাজারো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া। এই অঞ্চলে ৩ হাজার ৬৮টি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমেরিকাতে এই সংখ্যা ১ হাজার ৭৫৬ এবং আফ্রিকাতে ১ হাজার ১৯২।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত