ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

সংক্রমণের তীব্রতায় আবারও লকডাউন ইউরোপে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ১৫:০৪  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০২০, ১৬:৪২

সংক্রমণের তীব্রতায় আবারও লকডাউন ইউরোপে

করোনা সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার কারণে লকডাউন ঘোষণা করছে ইউরোপের বিভিন্ন দেশ। চেক প্রজাতন্ত্র তিন সপ্তাহের আংশিক লকডাউনে যাচ্ছে। স্কুল, বার এবং রেস্টুরেন্ট, ক্লাবগুলো বন্ধ থাকবে। জনসাধারণের জন্য অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ থাকবে। খবর বিবিসির।

চেক রিপাবলিকে আংশিক লকডাউনের মধ্যেও কিন্ডারগার্টেনগুলো খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মানতে হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে রাশিয়াতেও। দেশটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ১১ হাজারের বেশি মানুষ। আর প্রাণ হারাচ্ছেন অন্তত ২০০। স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য সহ অনেক দেশে আবারও হাসপাতালে ভর্তি দ্রুত বাড়ছে।

যুক্তরাজ্যেও নতুন করে লকডাউনের কথা ভাবছে। দেশটিতে তীব্র আকারে বাড়ছে ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৩৪ জন আক্রান্ত হয়েছে। আগেরদিন তা ছিলো ১৩ হাজারে। গতকাল মারা গেছে ১৪৩ জন। গত একদিনে ইউরোপের দেশগুলোতে ১ লাখ ৫ হাজার ৭৬৪ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ১ হাজার ১১৩ জন।

আরো পড়ুন: করোনায় স্তব্ধ ইউরোপ

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত