ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ফের খুলে দেয়া হলো সেই সব শিক্ষাপ্রতিষ্ঠান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২০, ১১:৩৮

ফের খুলে দেয়া হলো সেই সব শিক্ষাপ্রতিষ্ঠান
ফাইল ফটো

প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও ধীরে ধীরে সশরীরে ক্লাস পুনরায় শুরু হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আবারো খুলে দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির

এএফপির প্রতিবেদনের তথ্যমতে, ডেপুটি মেয়র দিয়াগো স্যানটিলি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদ্যালয়ে পুনরায় ফিরে আসা তাদের শিক্ষাগত জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়কে আরো নিবিড় করবে।’

স্কুল কর্তৃপক্ষ বলছে, খোলা আকাশের নিচে স্কুল প্রাঙ্গণে এসব ক্লাস অনুষ্ঠিত হবে। সংক্রমণ এড়াতে শিক্ষার্থীদের ১০ জন করে গ্রুপে ভাগ করে নেয়া হবে।

তবে দেশটির শিক্ষক ইউনিয়ন স্কুল পুনরায় খোলার এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।

মহামারি করোনার কারণে গত ১৫ মার্চ থেকে দেশটিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তখন থেকে জুম ও অন্যান্য ইন্টারনেট ফ্ল্যাটফরম থেকে ক্লাস নেয়া হচ্ছে।

গত শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার সিদ্ধান্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে আর্জেন্টিনার এই রাজধানীতে সংক্রমণ কমে এলেও প্রতিদিন গড়ে নয়শোর মতো মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ১৮৬ জন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত