ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

হ্যাকিংয়ের মিথ্যা তথ্যে মার্কিন সাংবাদিক বহিষ্কার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২০, ১৪:২৭

হ্যাকিংয়ের মিথ্যা তথ্যে মার্কিন সাংবাদিক বহিষ্কার

টুইটার এ্যাকাউন্ট হ্যাক হওয়ার মিথ্যা অভিযোগ করায় মার্কিন সি-স্পেন টেলিভিশনের রাজনৈতিক সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। স্টিভ স্কল্লি নামের এ সাংবাদিক দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের উপস্থাপনার দায়িত্বে থাকার কথা ছিল। খবর বিবিসির।

তিনি ট্রাম্পের সাবেক এক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ নেন বলে তথ্য বেরিয়েছে। এ নিয়ে যখন বিতর্কের সৃষ্টি হয় তখন টুইটার হ্যাক হয়েছে বলে দাবি করেন মার্কিন এ সাংবাদিক। পরবর্তীতে তিনি এক বিবৃতিতে মিথ্যাচারের জন্য ক্ষমা চেয়েছিলেন। এর আগে গত সপ্তাহে স্টিভের সমালোচনা করেন ট্রাম্প।

ব্যাপক সমালোচনার মুখে হাতাশা থেকে এমন টুইট করেছেন বলেন তিনি স্বীকার করে নেন। এদিকে স্টিভকে বহিষ্কারের পর ট্রাম্প এ সিদ্ধান্তকে স্বাগত জানান। সি স্পেন তাদের বিবৃতিতে স্টিভের দায় স্বীকারের বিষয়টি জানায়। গত প্রায় ৩০ বছর ধরে তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কভারেজে ভারসাম্যপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত