ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ৪ কোটি ছাড়িয়েছে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১৬:৪৯

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ৪ কোটি ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের রোগীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের ধারণা আক্রান্তের ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে; এক্ষেত্রে কিছু দেশের পরীক্ষার ঘাটতি ও প্রকৃত রোগীর সংখ্যা কম করে দেখানোর প্রবণতার কথা উল্লেখ করেছেন তারা। খবর রয়টার্সের।

মহামারী ছড়িয়ে পড়ার গতি ক্রমেই বাড়ছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ কোটি থেকে ৪ কোটিতে পৌঁছতে মাত্র ৩২ দিন সময় লেগেছে, যেখানে ২ কোটি থেকে ৩ কোটি পৌঁছতে লেগেছিল ৩৮ দিন আর ১ কোটি থেকে ২ কোটিতে পৌঁছতে লেগেছিল ৪৪ দিন।

মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। উত্তর ও দক্ষিণ আমেরিকায় শনাক্ত কোভিড-১৯ রোগী বিশ্বের মোট আক্রান্তের প্রায় অর্ধেক, ৪৮ দশমিক ২৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের প্রতি ১০ হাজার লোকের মধ্যে প্রায় ২৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারত ও ব্রাজিলের ক্ষেত্রে সংখ্যাটি প্রতি ১০ হাজারে যথাক্রমে ৫৫ ও ২৪৮ জন।

ভারতেও করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩ জন ছিল।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত