ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

বিমানবন্দরে রেপিড টেস্ট শুরু করছে যুক্তরাজ্য

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৩:৩৭  
আপডেট :
 ২০ অক্টোবর ২০২০, ১৩:৪৩

বিমানবন্দরে রেপিড টেস্ট শুরু করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক রুটে বিমান চলাচল চালু করতে রেপিড টেস্ট করার মাধ্যমে দ্রুত করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। হংকং ও ইতালিতে যাওয়ার আগে যুক্তরাজ্যের হিপ্রো বিমানবন্তরে যাত্রীদের করোনা টেস্ট করে ১ ঘন্টার মধ্যে ফলাফল জানা যাবে রেপিড টেস্টের মাধ্যমে। খবর আলজাজিরার।

মঙ্গলবার থেকে লন্ডন থেকে বিভিন্ন দেশে যাওয়ার আগে এ টেস্ট করানো শুরু হবে বলে জানানো হয়েছে। যেসব দেশে যেতে করোনা সনদ লাগে সেসব দেশের ক্ষেত্রে রেপিড টেস্ট করা হবে। টেস্ট করাতে যাত্রীদের আগেই ৮০ পাউন্ড ব্যয় করে বুকিং দিয়ে রাখতে হবে। আগামী চার সপ্তাহ পরিক্ষামূলকভাবে পরীক্ষা করা হবে। চাহিদার আলোকে এ সেবার পরিধি পরবর্তীতে বৃদি্ধ করা হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপি ৪ কোটির বেশি মানুষ এখন করোনায় সংক্রমিত হয়েছে। ইউরোপে করোনার দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ বাড়তে থাকার মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত