ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

চীনকে চাপে রাখতে ৪ রাষ্ট্রের বিশাল সামরিক মহড়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৭:৩৯

চীনকে চাপে রাখতে ৪ রাষ্ট্রের বিশাল সামরিক মহড়া

চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের সঙ্গে নৌ মহড়ায় যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনোল্ডস সোমবার চীনা আগ্রাসন মোকাবিলায় মালাবার দ্বীপপুঞ্জ এলাকায় নৌ মহড়ায় যোগ দেয়ার ঘোষণা দেন। খবর আলজাজিরার।

আগামী মাসে ভারতের উপকূলবর্তী এলাকায় অনুষ্ঠিতব এই বৃহৎ মহড়ায় ভারত ও অস্ট্রেলিয়া ছাড়াও অংশ নেবে জাপান ও যুক্তরাষ্ট্র। ২০০৭ সাল থেকে এই মহড়ায় ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান অংশ নিচ্ছে। এই প্রথম অংশ নেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক বৈরিতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতা ও ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে এই যৌথ মহড়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া কয়েক দশক ধরে ভারতকে চাপে রাখতে মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখার চেষ্টা করছে চীন।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত