ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনা

রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ১২:৪২  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০২০, ১৪:৩৫

রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন যুক্তরাষ্ট্রের

করোনায় আক্রান্ত সব রোগীকে হাসপাতালে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহারের পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ওষুধ নিয়ন্ত্রক এই সংস্থাটি বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, রেমডেসিভির ব্যবহারে করোনা থেকে সুস্থ হওয়ার সময় গড়ে পাঁচদিন কমে আসে। খবর বিবিসির।

ইবোলোর ওষুধ রেমডেসিভিরের ব্রান্ডনেম ভেকলুরি প্রসঙ্গে এফডিএ বিবৃতিতে বলেছে, ‘কোভিড-১৯ এর ক্ষেত্রে প্রথম কোনো ওষুধ হিসেবে এফডিএ-র অনুমোদন পেল ভেকুলারি।’ এদিকে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লিনিক্যাল ট্রায়াল শেষে জানায়, করোনায় রেমডেসিভিরের কার্যকারিতা খুব সামান্য কিংবা নেই।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণালব্ধ এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে ওষুধটির প্রস্তুতকারী মার্কিন কোম্পানি গিলিয়াড সায়েন্সেস। গত মে মাসে যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হয়। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পকেও ওষুধটি দেয়া হয়েছিল।

এক বিবৃতিতে এফডিএ জানিয়েছে, ‘১২ বছর বা তার বেশি বয়সী ও কমপক্ষে ৪০ কেজি ওজনের (প্রায় ৮৮ পাউন্ড) যেসব কোভিড-১৯ আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হয়ে করোনার চিকিৎসা নেয়ার প্রয়োজন পড়ছে, তাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য বৃহস্পতিবার থেকে এই ওষুধটির অনুমোদন দেয়া হয়েছে।’

এফডিএ কমিশনার স্টিফেন হ্যান বলেন, ‘একাধিক ক্লিনিকাল ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর সংস্থার পক্ষ থেকে আজকের এই অনুমোদন দেয়া হলো। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মাইলফলককে হিসেবে কঠোরভাবে এর কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত