ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়নে গ্রেপ্তার ৪৪, উদ্ধার ১৬

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ১৬:২৪

অস্ট্রেলিয়ায়  শিশু নিপীড়নে গ্রেপ্তার ৪৪, উদ্ধার ১৬

শিশুদের আটকে রেখে যৌন নির্যাতনসহ নানা নিপীড়নের ছবি ও ভিডিও বানিয়ে সেগুলো অনলাইনে পোস্ট করার সঙ্গে জড়িত সন্দেহে দেশের নানা প্রান্ত থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলীয় পুলিশ। গ্রেপ্তারের পাশপাশি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ১৬ শিশুকে উদ্ধার করেছে। খবর বিবিসির।

অনলাইনে শিশু নিপীড়নের নানা ছবি ও ভিডিওর সূত্র ধরে প্রায় এক বছর ধরে তদন্তের পর পুলিশ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। নানা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মোট ৩৫০টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। সব অভিযোগই শিশুদের আটকে রাখা ও নির্যাতন করা সম্পর্কিত। গ্রেপ্তার ব্যক্তিরা একটি ‘ক্লাউড স্টোরেজ’ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের নিপীড়নের ভিডিও ও ছবি আদান-প্রদান করতো।

গ্রেপ্তার ব্যক্তিরা সমাজের নানা ক্ষেত্রে কাজ করেন। তাদের কেউ কেউ নির্মাণ ক্ষেত্রে, কেউ পরিবহন, প্রশাসন এবং নানা সেবা প্রদাণ প্রতিষ্ঠানে কর্মরত।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত