ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

ক্যামেরুনে বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিবর্ষণ, ৬ শিশু নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ০৩:৩৮  
আপডেট :
 ২৫ অক্টোবর ২০২০, ০৩:৪৫

ক্যামেরুনে বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিবর্ষণ, ৬ শিশু নিহত

আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত ছয় শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আটজন। খবর রয়টার্স

স্থানীয় সময় শনিবার দুপুরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা কুমবা শহরে এই ঘটনা ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে বিদ্যালয়ে ঢুকেই তারা নির্বিচারে গুলি চালাতে থাকে। সেসময় বিদ্যালয়টির দ্বিতীয়তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে অনেক শিশু আহত হয়।

স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাও ওবাসি ছয় শিশুর নিহতের কথা নিশ্চিত করে জানান, নিহতদের সবার বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ছাড়া হামলায় আহত আরও আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ওই শহরের উপ-নেতা আলি আনৌগৌ বলেন, হামলাকারীরা শিশুদের শ্রেণিকক্ষে পেয়ে গুলি করা শুরু করে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত