ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্পের ভোটব্যাংকে বাইডেনের প্রচারণা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২০, ১৪:২৬  
আপডেট :
 ২৮ অক্টোবর ২০২০, ১৪:৩১

ট্রাম্পের ভোটব্যাংকে বাইডেনের প্রচারণা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় তাই ঝটিকা অভিযান চালিয়ে যাচ্ছেন প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে এসে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের শিবির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে জোর প্রচারণা শুরু করেছে। খবর বিবিসির।

দুই জনেরই বাড়তি নজর নির্বাচনি বৈতরণী পার হতে গুরুত্বপূর্ণ 'ব্যাটলগ্রাউন্ড' বা 'দোদুল্যমান' রাজ্যগুলোর ওপর। ৩ নভেম্বরের নির্বাচনে জয় নিশ্চিত করতে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের সহজে জয় পাওয়া এলাকা চষে বেড়াচ্ছেন বাইডেন। পাশাপাশি কংগ্রেস ও সিনেটে আসন বৃদ্ধির জন্যও জোর প্রচারে নেমেছে ডেমোক্র্যাট দল।

জাতীয়ভাবে জনমত জরিপে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন সন্তোষজনক ব্যবধানে। শেষ মুহূর্তে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিতি পাওয়া মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো রাজ্যেও জনমত জরিপে বাইডেন এগিয়ে আছেন। অবশ্য নির্ভরযোগ্য রিপাবলিকান রাজ্য নেব্রাস্কায় ট্রাম্প এগিয়ে আছেন।

জর্জিয়ার প্রান্তিক শহর ওয়ার্ম স্প্রিং এলাকায় দেওয়া বক্তব্যে জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প দেশকে বিভক্ত করে ফেলেছেন। তিনি নির্বাচিত হয়ে ফ্রাঙ্কলিন রুজভেল্টের আমেরিকার মতো সবাইকে ঐক্যবদ্ধ করবেন। মিশিগানে ট্রাম্প বলেন, এ নির্বাচন মিশিগানের অর্থনীতির অস্তিত্বের বিষয়।

নির্বাচনী প্রচারের শেষ সপ্তাহে এসে ডেমোক্র্যাট প্রচার শিবির তাদের প্রচার কৌশলে পরিবর্তন এনেছে। সুইং স্টেটে সর্বশক্তি নিয়োগ করার পাশাপাশি ডেমোক্র্যাটদের নতুন টিভি প্রচার শুরু হয়েছে। আইওয়া, টেক্সাস, জর্জিয়া এবং ওহাইওতে ডেমোক্রেটিক দলের ব্যাপক প্রচারে রিপাবলিকান শিবির অনেকটাই উৎকণ্ঠিত। কারণ তাদের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যে হানা দিচ্ছে ডেমোক্রেটিক দল।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত