ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

এবার আগাম ভোট দিলেন বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ১২:৫৮

এবার আগাম ভোট দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। নিজ এলাকা ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহরে স্থানীয় সময় বুধবার স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি। খবর রয়টার্সের।

বাইডেনের আগে গত শনিবার আগাম ভোট দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভোট দেওয়ার আগে বাইডেন বলেন, তিনিসহ অন্য ডেমোক্র্যাটরা আশা করছেন, নির্বাচনে জয়ী হবেন। কারণ, তাঁরা অবস্থার বদল করতে পারবেন।

বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে শুধু নিজের জন্য নয়, বরং সবার জন্যই হব। এমন একজন হব, যে সবাইকে ভাগ করবে না, বরং ঐক্যবদ্ধ করবে। নিজের ইচ্ছা দিয়ে নয়; বরং বিজ্ঞান, যুক্তি ও তথ্যের ভিত্তিতে পরিচালিত হবে (যুক্তরাষ্ট্র)।’

গতকাল বুধবার পাওয়া তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত কোটির বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। এ সংখ্যাটি ২০১৬ সালের নির্বাচনে পড়া মোট ভোটের অর্ধেকেরও বেশি বলে মঙ্গলবার ইউএস ইলেকশন প্রজেক্টের টালিতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়ছে। ভোটের এ গতি বজায় থাকলে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এবার ভোট পড়ার হার সর্বোচ্চ হতে পারে। এতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডেমোক্র্যাট প্রতিপক্ষ জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভোটারদের তীব্র আগ্রহেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত