ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বছরের বড় নৌকাডুবি, মৃত্যু বেড়ে ১৪০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ২০:৩৭

বছরের বড় নৌকাডুবি, মৃত্যু বেড়ে ১৪০

সেনেগালের কাছে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪০। ২০২০ সালে এটাই সব চেয়ে বড় নৌকাডুবির ঘটনা। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অফিস অফ মাইগ্রেশনের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে।

সেনেগালের কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, নৌকাডুবিতে মাত্র ১০ জন মারা গেছেন।

নৌকায় ছিলেন ২০০ জন শরণার্থী। তার মধ্যে ১৪০ জনের বেশি মারা গেছেন সপ্তাহখানেক আগের এই নৌকাডুবিতে।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক প্রধান টুইট করে বলেছেন, মানব পাচারকারীরা রীতিমতো সক্রিয়। আমাদের আরো কঠিন লড়াই লড়তে হবে।’

সেনেগাল সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, শরণার্থীদের আসা অনেকটাই বেড়ে গেছে। তারা এখন বিপজ্জনক পথে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন। স্পেনের ক্যানারি আইল্যান্ডের পাশ দিয়ে তাঁরা যাত্রা করছেন। এই জায়গাটি আফ্রিকার তটভূমি থেকে ১০০ কিলোমিটার দূরে। কাঠের নৌকায় গাদাগাদি করে শরণার্থীদের নিয়ে যাওয়া হয়। ফলে নৌকাডুবির সম্ভাবনা প্রবল থাকে।

তবে সেনেগালের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নৌকায় আগুন ধরে যাওয়ায়। সেনেগালের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় জ্বালানি ভর্তি ড্রামেই আগুন লেগেছিল। তারপরই নৌকাটি ডুবে যায়।

এতদিন পর্যন্ত লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৫ জনের মৃত্যুই ছিল ২০২০ সালে ইউরোপে সব চেয়ে বড় নৌকাডুবির ঘটনা। কিন্তু সেনেগালের কাছে এই নৌকাডুবিতে ১৪০ জনের বেশি উদ্বাস্তুর মৃত্যু তাকে ছাড়িয়ে গেল।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত