ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

থাইল্যান্ডে বিক্ষোভ চলছেই

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২০, ১৪:১০

থাইল্যান্ডে বিক্ষোভ চলছেই

সরকারবিরোধী বিক্ষোভ চলছেই থাইল্যান্ডে। গতকাল বুধবার দেশটির পুলিশের প্রধান কার্যালয় অভিমুখে বিক্ষোভ প্রদর্শন করেন প্রায় ১০ হাজার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী। এসময় বিক্ষোকারীদের হাতে রং ও পানি পিস্তল দেখা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বছরের জুলাই থেকে তরুণদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ চলে আসছে। তারই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দেশটিতে এ বিক্ষোভ সহিংস রূপ নেয়। এতে ছয়জন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হন।

এরই প্রতিবাদে পুলিশের প্রধান কার্যালয় অভিমুখে বিক্ষোভ করা হয়। এসময় বিক্ষোভকারী নেতারা তাদের দিকে জলকামান ব্যবহার করে রাসায়নিকযুক্ত পানি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার কঠোর নিন্দা জানান।

এমনকি তারা পুলিশকে লক্ষ্য করে ‘স্বৈরাচারের দাশ’, ‘আমাদের কর’ প্রভৃতি স্লোগান দেন। পুলিশের আঙিনায় রং ছিটিয়ে দেন। খেলনা পানি পিস্তল ব্যবহার করে পুলিশের প্রতিক্রিয়ার জবাবও দেন বিক্ষোভকারীরা।

দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনটিতে আরো বলা হয়, মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংককে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন সরকারবিরোধীরা। দেশটির পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। এতে দুইপক্ষের সংঘর্ষে ৫৫ জন আহত হয়। ঘটনার সময় নদীর পাশে অবস্থিত পার্লামেন্ট ভবন থেকে এমপিরা নৌকায় স্থান ত্যাগ করেন।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ

বিক্ষোভের খবর প্রচারে টিভি সম্প্রচার বন্ধ

থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডে বিক্ষোভে সহিংসতা-গুলি, আহত ৫৫

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত