ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মার্কিন নির্বাচন

নাভাডাতেও ট্রাম্পের আবেদন খারিজ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১১:২৯  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২০, ১১:৩৭

নাভাডাতেও ট্রাম্পের আবেদন খারিজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল স্থগিত রাখতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা আবেদন খারিজ করে দিয়েছে নাভাডার আদালত। ফলাফল আটকে রাখলে রাজ্যটির ১০ লাখের বেশি ভোটারের ভোটাধিকার খর্ব হবে বলেও মন্তব্য করেন আদালত। খবর রয়টার্সের।

ট্রাম্পের পক্ষ থেকে ইলেকশন ইনটিগ্রিটি প্রজেক্ট থেকে দায়ের করা আবেদনে বলা হয়, ১ হাজার চারশ ভোটার নাভাডাতে ভোট দেয়ার জন্য নাম লেখানোর পর তারা ক্যালিফোর্নিয়ায় চলে যায়। পরে আবার নাভাডাতে এসে ভোট প্রদান করে। তবে আদালত বলে এ সমস্যা সমাধানের জন্য প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। প্রশাসনিক এ সমস্যার জন্য পুরো নির্বাচনকে পণ্ড করে দেয়ার আবেদন একটি মামুলি আবদার বলে মনে করেন আদালত।

এরআগে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির থেকে তিনটি রাজ্যে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে যে আইনি ব্যবস্থা নেয়া হয়ছিল, আদালত তা খারিজ করে দিয়েছে। জর্জিয়া, অ্যরিজোনা ও পেনসেলভেনিয়ায় ভোট কারচুপির অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেছিল ট্রাম্প শিবির।

উল্লেখ্য, ৪ মামলায় হেরে যাওয়ায় ট্রাম্পের ক্ষমতা ছাড়তে গড়িমসি করার শেষ ভরসাও শেষ হয়ে গেল।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত