ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হেল্থ গ্লোবাল লিডার গ্রুপের সহসভাপতি শেখ হাসিনা

হেল্থ গ্লোবাল লিডার গ্রুপের সহসভাপতি শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’র ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। একই পদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং পশু স্বাস্থ্যবিষয়ক বিশ্ব সংস্থার (ওআইই) সমন্বিত উদ্যোগে ১০ সদস্য বিশিষ্ট গ্রুপটির যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) গ্রুপটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভিডিও বার্তায় ভাষণ দিয়েছেন।

ভাষণে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স সম্পর্কিত আন্তঃসংস্থা সমন্বয় গ্রুপের সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়নের পক্ষে সমর্থন, কারিগরি এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সময়োপযোগী উদ্যোগটিকে সফল করার জন্যও বৈশ্বিক নেতাদের প্রতি শেখ হাসিনা আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত