প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ১৭:৪৯
প্রিন্ট
আফগান সীমান্তে পাক সেনাসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
আফগান সীমান্তে অভিযানে পাকিস্তানের এক সেনাসহ ৫ জন নিহত হয়েছেন।
|আরো খবর
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় আফগান সীমান্তে পাক সেনা অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে।
অভিযানে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের এক সেনা সদস্য নিহত হন।
অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএম