ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যুবরাজ-নেতানিয়াহুর বৈঠকের খবর অস্বীকার সৌদির

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ১৬:৪৫

যুবরাজ-নেতানিয়াহুর বৈঠকের খবর অস্বীকার সৌদির

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের বৈঠকের খবর অস্বীকার করেছে সৌদি আরব। সোমবার টুইটারে দেওয়া বিবৃতির মাধ্যমে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ খবরটি নাকচ করে দেন। আলজাজিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া সৌদি সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গেও সাক্ষাৎ করেন। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

নেতানিয়াহুর সৌদি আরব সফরের সত্যতা স্বীকার করে ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট বলেছেন,সত্যিই সফর ও বৈঠক হয়েছে। এটা ইসরায়েলের জন্য চমৎকার অর্জন। ইসরায়েলের খান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানায়, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিওম সিটিতে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তবে সোমবার এ বৈঠকের খবর অস্বীকার করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, ‘বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাইক পম্পেওর সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠক হয়েছে। আসলে এ ধরনের কোনও বৈঠক হয়নি। বৈঠকে শুধু আমেরিকান ও সৌদি কর্মকর্তারাই উপস্থিত ছিলেন।’

আরো পড়ুন: সৌদিতে নেতানিয়াহুর গোপন সফর

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত