ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১১:০২  
আপডেট :
 ২৯ নভেম্বর ২০২০, ১১:০৮

সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ
সংগৃহীত ছবি

স্নাতকোত্তর পর্যায়ে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য ‘খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করেছে সিডনি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিরে ওয়েবসাইটে এ স্কলারশিপের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

আবেদন: গত ২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ে খরচ: স্কলারশিপে শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের জন্য প্রতি শিক্ষাবছর ২৫ হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষার্থীরা।

যা লাগবে: এ স্কলারশিপ পেতে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে। অথবা, আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তরের বিষয় হতে হবে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে। শিক্ষার্থীকে নিজ থেকে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য আগ্রহী হতে হবে। সেইসঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান থেকে সন্তোষজনক ছাড়পত্র নিতে হবে।

স্কলারশিপটির বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত