ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে গাড়িবোমা হামলা, নিহত ৩০

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৭:৩৫  
আপডেট :
 ২৯ নভেম্বর ২০২০, ১৮:১৪

আফগানিস্তানে গাড়িবোমা হামলা, নিহত ৩০
ছবি সংগ্রহ।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে এক গাড়ি বোমা হামলায় অন্তত ৩০ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববারের এই ঘটনায় হতাহত আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

গাড়ি বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গজনির। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রাদেশিক হাসপাতালের ডিরেক্টর বাজ মোহাম্মদ হেমাত জানান, ৩০টি মৃতদেহ এবং আহত ২৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, হতাহতদের সবাই নিরাপত্তা কর্মী। জনসাধারণের সুরক্ষায় নিয়োজিত একটি সরকারি বাহিনীর সদস্য তারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাহিনীটির কমপাউন্ডকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এতে আশপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। দেশটিতে সাম্প্রতিক কিছু হামলার জন্য তালেবান গোষ্ঠীকে দায়ী করে থাকে আফগান সরকার। এ ব্যাপারে সশস্ত্র ইসলামি গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তারা হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

দুই দশক ধরে যুদ্ধে জর্জরিত আফগানিস্তানে সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা চলছে। এ ছাড়া দেশটি থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে।

এর মধ্যে গত কয়েক মাসে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সরকারি বাহিনীকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালানো হচ্ছে। যাতে শিকার হচ্ছেন বেসামরিক নাগরিকেরাও।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত