ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

এ্যারিজোনা-উইসকনসিনে বাইডেনের আনুষ্ঠানিক জয়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১২:৪৮

এ্যারিজোনা-উইসকনসিনে বাইডেনের আনুষ্ঠানিক জয়
জো বাইডেন/ ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনরায় গণনার পরে ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত এ্যারিজোনা ও উইসকনসিনে বাইডেনকে বিজয়ী ঘোষণা করে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রদানের সময় নির্বাচনে কোন অনিয়ম হয়নি বলে জানান এ্যারিজোনার গর্ভনর ডুগ ডুসেই। খবর আলজাজিরার।

ট্রাম্পের আইনজীবীদের পক্ষ থেকে কোন প্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে ডুসেই বলেন, আমরা এ্যারিজোনায় ভালো নির্বাচন করেছি। এখানে নির্বাচন পদ্ধতি খুব শক্তিশালী।’বাইডেন রাজ্যটিতে মাত্র ০.৩ শতাংশ বা ১০ হাজার ৫০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ফলাফল ঘোষণার পরেই ট্রাম্প রাজ্যের গভর্নরের সমালোচনা করেন। ট্রাম্প নিজ দলের গভর্নরের সমালোচনা করে বলেন, একজন ড্রেমোক্রেটিককে ক্ষমতায় আনতে রিপাবলিকান এ গভর্নর খুব তাড়াহুড়া করছেন।

অন্যদিকে উইসকনসিনে ট্রাম্পের মামলার ফলে পুনরায় আংশিক ভোট গণানার পরে বাইডেন ২০ হাজার ৬০০ ভোট বেশি পেয়ে রাজ্যটিতে ট্রাম্পকে পরাজিত করেছেন। রাজ্য গভর্নর টরি ইভার ফলাফল সার্টিফিকেটে স্বাক্ষর করার ফলে এখানেও নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত