ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

আপত্তিকর মন্তব্য করে সাবেক বিচারপতি গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

আপত্তিকর মন্তব্য করে সাবেক বিচারপতি গ্রেপ্তার
সি এস করনান । ছবি: সংগৃহীত

ভারতের এক সাবেক বিচারপতিকে নারী বিচারপতি ও পুরুষ বিচারপতিদের স্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সি এস করনান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে চেন্নাই পুলিশ আজ বুধবার তাকে গ্রেপ্তার করেছে। সাবেক ওই বিচারপতি শুধু মন্তব্যই করেননি, ওই বক্তব্য তিনি ইউটিউবে আপলোডও করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আভাদিতে নিজ বাড়ি থেকে সাবেক ওই বিচারপতিকে গ্রেপ্তার করা হয়। তাকে ভেপেরিতে কমিশনার কার্যালয়ে রাখা হয়েছে।

পুলিশ তার বিরুদ্ধে আইপিসির ৫০৯ ধারায় (কোনো নারীকে অপমান, আপত্তিকর শব্দচয়ন) ও ১৫৩ ধারায় (দাঙ্গা লাগাতে অযাচিত কোনো উসকানি দেওয়া) মামলা করেছে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়, এ ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় মাদ্রাজ হাইকোর্ট বেশ চটেছেন। গতকাল মঙ্গলবার আদালত পুলিশের মহাপরিদর্শকে (ডিজিপি) ৭ ডিসেম্বর হাজির হয়ে এ মামলার অগ্রগতি জানাতে নির্দেশ দেন। এর এক দিন পরই তিনি গ্রেপ্তার হলেন।

এর আগে হাইকোর্ট সাবেক ওই বিচারপতির বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করতে কমিশনারকে নির্দেশ দেন। পাশাপাশি ডিজিপিকে তদন্ত তদারক করতে বলেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত