ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ফ্রান্সে নতুন করোনা শনাক্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:৫৫  
আপডেট :
 ২৬ ডিসেম্বর ২০২০, ২০:১৭

ফ্রান্সে নতুন করোনা শনাক্ত
প্রতীকী ছবি

এবার ফ্রান্সে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরা এক ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরনটি শনাক্ত করা হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

বিবিসি ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, করোনার নতুন ধরণে আক্রান্ত ওই ব্যক্তি ফ্রান্সের নাগরিক। তিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন। এরপর ২১ ডিসেম্বর তার করোনা পরীক্ষা করা হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো আছে। তার মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশে এটি ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার জাপানে পাঁচ জনের শরীরে এই নতুন ধরনের করোনা শনাক্ত হয়। তারা সবাই যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন। এ ছাড়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডেও দ্রুত ছড়াতে সক্ষম করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, নতুন ধরনের ওই করোনাভাইরাস আগেরটির চেয়ে ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক হয়ে উঠতে পারে। এ নিয়ে এখনও গবেষণা চলছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত