ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

উগান্ডা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ০৪:৩০

উগান্ডা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ
উগান্ডার প্রেসিডেন্ট পদ প্রার্থী রেগে শিল্পী ববি ওয়াইন। ছবি: সংগৃহীত

উগান্ডার সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি এবং সহিংসতার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ তুলেছেন নির্বাচনে প্রেসিডেন্ট পদ প্রার্থী ববি ওয়াইন। এবার উগান্ডার নির্বাচনে ৩৩ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনির প্রতিদ্বন্দ্বিতা করছেন শিল্পী ববি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে শুক্রবার এক টুইটার বার্তায় ববি অভিযোগ জানালেও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।

এদিকে, উগান্ডায় বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে। শনিবার নাগাদ ভোটের ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইওবেরি মুসাভেনিকে জনপ্রিয়তার মাত্রায় চ্যালেঞ্জ করছেন রেগে শিল্পী ববি ওয়াইন। ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইন্টারনেট ব্ল্যাকআউট রেখে ভোট আয়োজন, কারচুপি এবং সহিংসতার অভিযোগ উঠলেও দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের স্বচ্ছতার ব্যাপার নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়ে রেখেছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত