ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

করোনায় সুস্থ ৬ কোটি ৭৩ লাখ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১১:১৪

করোনায় সুস্থ ৬ কোটি ৭৩ লাখ
ছবি- সংগৃহীত

মহামারি করোনার প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। একদিকে যখন করোনারে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ঠিক অন্যদিকে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১৬ জনের এবং সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৫৫৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখেরও বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৩২৭ জন, মোট মারা গেছেন ২০ লাখ ১৭ হাজার ৯১৩ জন। সুস্থ হয়েছেন ৬ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ৬৩৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২৯ জন। মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৮৫৬ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ১৩০ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৯৪ হাজার ২৫৩ জন। মারা গেছেন ২ লাখ ৮ হাজার ২৯১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

এরই মধ্যে কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বেশ কয়েকটি দেশ টিকা প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশেও চলতি মাসের মধ্যে টিকা আসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন

মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়াল​

একদিনে মৃত্যুর সব রেকর্ড পার​

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত